শিরোনাম
আধুনিক যুগেও পশুর মতো খাঁচাবাসী মানুষ!
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:২৮
আধুনিক যুগেও পশুর মতো খাঁচাবাসী মানুষ!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশুপাখিদের খাঁচায় বাস করার বিষয়টি স্বাভাবিক। কিন্তু যদি পশুপাখির পরিবর্তে মানুষ খাঁচায় বাস করে সেটা অস্বাভাবিক। আধুনিক যুগেও এমনটাই ঘটছে এশিয়ার অন্যতম সম্পদশালী দেশ হংকংয়ে।


ড্রাগন অর্থনীতির দেশ হংকং চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এশিয়ায় বহুতল অট্টালিকার যে কয়েকটি শহর রয়েছে তার মধ্যে এটি অন্যতম। ফলে দেশটির বিশাল বিশাল অট্টালিকার ভিড়ে খাঁচার মধ্যে মানুষের বাস একেবারেই অকল্পনীয়।


জানা গেছে, খাঁচায় বাস করা অধিকাংশ মানুষই হংকংয়ের দরিদ্র জনগোষ্ঠী। এই মানুষগুলোর মাথা গোজার কোনো ঠাঁই নেই। তারা এতটাই অবহেলিত যে, নিজেদের একটি বাড়ি করে বা বহুতল ভবনে একটি ছোট পরিসরের ফ্ল্যাট কিনে থাকার সামর্থ্যটুকুও তাদের নেই।তবে এই খাঁচায় থাকতে গেলে প্রতিটি খাঁচার জন্য মাসে ভাড়া দিতে হয় আঠারো থেকে চব্বিশশত হংকং ডলার।


সাধারণত একটি বহুতল ভবনের প্রতিটি ফ্ল্যাটে অনেকগুলো খাঁচা থাকে। প্রতিটি খাঁচায় থাকেন একজন মানুষ। কিন্তু এর বিপরীতে পুরো ভবনে থাকে মাত্র দুটি শৌচাগার।


খাঁচার বাসিন্দারা জানিয়েছেন, খাঁচাতে বাস মানে কফিনে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করা। অভাবের কারণেই তাদের খাঁচায় বাস করতে হয়। কারণ তাদের ফ্লাটে থাকার সামর্থ নেই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com