
গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব গ্রহণ করেছিলেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার হান্নান সরকার। তবে এক বছরের মাথায় পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
বিসিবির সূত্র অনুযায়ী, হান্নান সরকার এক মাসের নোটিশ দিয়ে জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন।
জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব গ্রহণের আগে বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন হান্নান। ২০২০ সালের অনূর্ধ্ব ১০ বিশ্বকাপজয়ী দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন এই সাবেক ক্রিকেটারই। দীর্ঘদিন বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করার পর গত বছর নতুন নির্বাচক প্যানেলে তাকে যুক্ত করা হয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর স্থলাভিষিক্ত হন গাজী আশরাফ হোসেন লিপু আর হাবিবুল বাশারের জায়গা নেন হান্নান সরকার।
এই ১ বছরে লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নেয়ায় টি-টোয়েন্টি দলের উন্নতি দৃশ্যমান। টেস্টেও এই সময়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জয় পেয়েছে। দল ঘোষণায় তাদের যৌক্তিক ব্যাখ্যাও ক্রিকেটপ্রেমীদের পছন্দ হয়েছে।
হান্নানের বিদায়ে বর্তমান নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক লিপুর সঙ্গে থাকলেন আব্দুর রাজ্জাক রাজ।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]