
টাইগার ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের এখনও খেলার সুযোগ রয়েছে। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও বাংলাদেশ খেলতে পারে। কারণ এখনও পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করে। তাদের সেই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা।
সেই বৈঠক শেষে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আগামী শুক্র থেকে সোমবারের মধ্যেই পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
তবে পাকিস্তান যদি কোনো কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় তাহলে পাকিস্তানের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাবে বাংলাদেশ। সেই হিসেবে পূর্বের সূচি অনুসারে পাকিস্তান থাকলে তারা যেমন শ্রীলংকায় খেলতো। সেই হিসেবে পাকিস্তান না খেললে তাদের পরিবর্তে সুযোগ পাওয়া বাংলাদেশ খেলার সুযোগ পাবে শ্রীলংকায়।
হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট থেকে জানা যায়, যদি পাকিস্তান ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে, তাহলে আইসিসি বাংলাদেশ তাদের রিপ্লেস করার একটা সুযোগ অন্তত দেবে।
ওই রিপোর্টে একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘যদি পাকিস্তান নিজেদের নাম প্রত্য়াহার করে, তাহলে গ্রুপ ‘এ’তে হয়ত বাংলাদেশ ক্রিকেট দলকে রিপ্লেস করা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ তাদের প্রত্যেকটা ম্য়াচই শ্রীলংকায় খেলার সুযোগ পাবে। এটাই প্রাথমিকভাবে চেয়েছিল বিসিবি। সেক্ষেত্রে লজিস্টিক্সেও কোনও সমস্যা হবে না।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]