কারাবো কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে হারিয়ে দিল টটেনহ্যাম। তবে সবার প্রত্যাশা ছিল এই দুই সেমিফাইনালে জয় পাবে আর্সেনাল ও লিভারপুল। যদিও এখনও দ্বিতীয় লেগ বাকি রয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন টটেনহ্যামের ১৮ বছর বয়সি তরুণ মিডফিল্ডার লুকাস বার্গভাল। টটেনহ্যামের জার্সি গায়ে সুইডিশ এই তারকার এটি প্রথম গোল। চলতি মৌসুমের শুরুতে সুইডিশ ক্লাব জুরগার্ডেন আইএফ থেকে বার্গভালকে দলে নেয় টটেনহ্যাম।
ম্যাচে টটেনহ্যাম জয় পেলেও আধিপত্য ছিল লিভারপুলের। ম্যাচে ৬০ শতাংশ বল দখলের পাশাপাশি ১৪টি শট নিয়েছে সালাহ-জোতারা। তবে তাদের প্রতিরোধ করেছে টটেনহ্যামের ২১ বছর বয়সি গোলরক্ষক আন্তোনিন কিনস্কি। এছাড়াও ডিফেন্সে টটেনহ্যাম ছিল দুর্দান্ত।
কারাবো কাপের এই দুই দলের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি অ্যানফিল্ডে। এক গোলে পিছিয়ে থাকায় দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ রয়েছে স্লটের লিভারপুলের।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]