
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হাসান শান্তর। যার প্রভাব পড়েছে আসন্ন বিপিএলের দল গঠনেও। জাতীয় দলের অধিনায়ক এবং ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোনো দল তাকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। তাই ড্রাফটে নাম ওঠে এই বাঁহাতি ব্যাটারের। সেখান থেকে এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার হওয়ায় শান্তর জন্য বরিশালকে ৬০ লাখ টাকা গুনতে হবে।
১৩ অক্টোবর, সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট।
গত বিপিএল সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শান্ত। ১২ ইনিংসে রান করেছিলেন ১৭৫, গড় ১৪.৫৮। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল টি-টোয়েন্টিতে তার ব্যাটিংয়ের ধরন নিয়ে। টুর্নামেন্টে শান্তর স্ট্রাইকরেট ছিল ৯৩.৫৮ এবং ছিল না কোনো ছক্কা।
জাতীয় দলের অধিনায়কত্ব করলেও দলটির নেতৃত্ব ছিল মাশরাফীর হাতে। তবে ২০২৩ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি, হাতে তুলেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। কিন্তু পরের মৌসুমেই মুদ্রার উল্টো পিঠ দেখেছিলেন শান্ত।
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবার বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শান্ত। সেই সঙ্গে ব্যাট হাতে নিজের সেরাটা দেওয়ায় থাকবে তার মূল লক্ষ্য।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]