
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট।
১৪ অক্টোবর, সোমবার রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বেলা ১১টা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম।
ড্রাফটের শুরুতেই আজ ক্রিকেটার কেনার প্রথম সুযোগ পেয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। প্রথম ডাকেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে দলটি। এরপর দুই নম্বরে ডাকার সুযোগ পায় ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দল প্রথম ডাকেই দলে নেয় লিটন দাসকে। এরপর শামিম পাটোয়ারিকে নেয় চিটাগং কিংস, হাসান মাহমুদকে নেয় খুলনা টাইগার্স, নাহিদ রানাকে নেয় রংপুর রাইডার্স, রনি তালুকদারকে সিলেট স্ট্রাইকার্স এবং মাহমুদউল্লাহ রিয়াদকে নেয় ফরচুন বরিশাল।
দ্বিতীয় ডাকে রাজশাহী, ঢাকা, চিটাগং, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল নিয়েছে যথাক্রমে জিশান আলম, হাবিবুর রহমান সোহান, পারভেজ ইমন, নাইম শেখ, সাইফ হাসান, মাশরাফি মর্তুজা এবং তানভির ইসলামকে।
সেট ১ - রাউন্ড ১
তাসকিন আহমেদ- দুর্বার রাজশাহী
লিটন কুমার দাস - ঢাকা ক্যাপিটালস
শামীম হোসেন পাটোওয়ারী - চিটাগাং কিংস
হাসান মাহমুদ - খুলনা টাইগার্স
নাহিদ রানা - রংপুর রাইডার্স
রনি তালুকদার - সিলেট স্ট্রাইকার্স
মাহমুদউল্লাহ রিয়াদ - ফরচুন বরিশাল
সেট ১ - রাউন্ড ২
তানভির ইসলাম - ফরচুন বরিশাল
মাশরাফি বিন মর্তুজা - সিলেট স্ট্রাইকার্স
সাইফ হাসান - রংপুর রাইডার্স
নাইম শেখ- খুলনা টাইগার্স
পারভেজ ইমন - চিটাগাং কিংস
হাবিবুর রহমান সোহান - ঢাকা ক্যাপিটালস
জিসান আলম- দুর্বার রাজশাহী
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]