আবারও অবসরে যাচ্ছেন আমির-ইমাদ?
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ২০:০৩
আবারও অবসরে যাচ্ছেন আমির-ইমাদ?
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দলকে ভালো কিছু দেবেন, এই আশায় অবসর ভেঙে বিশ্বকাপে যোগ দিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে পারলেন না কিছুই করতে। জন্ম দিলেন শুধু বিতর্কের। নিজের ঘাড়ে নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের দায়। সুপার ওভারে এলোমেলো বোলিং করে খরচ করে ফেলেছিলেন ১৮ রান। সেই ম্যাচে ৫ রানে হারের কারণেই মূলত বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান।


অন্যদিকে ইমাদ ওয়াসিমকে নিজের ঘাড়ে নিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের দায়। বল নষ্ট করে দলকে বিপদে রেখে আউট হয়ে গিয়েছিলেন তিনি। শেষমেশ ভারতের কাছে সহজ ম্যাচ হেরে গেছে পাকিস্তান।


২০২৩ সালের নভেম্বরে অবসরে যান ইমাদ ওয়াসিম। তবে সর্বশেষ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতানোর পথে করেছেন দারুণ পারফরম্যান্স। আর তাতেই পিসিবির অনুরোধে অবসর ভেঙে ফেরেন জাতীয় দলে।


অন্যদিকে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা বাঁহাতি পেসার আমিরও ফিরেছেন বিশ্বকাপ সামনে রেখে। বিশ্বকাপে দল ভালো কিছু করুক এমন চাওয়াতেই আমির-ইমাদকে ফেরানো হয়।


তবে দলে ফিরেও বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে পারেননি দুজনের কেউই। তাই আবারও অবসরে যাচ্ছেন এই দুই ক্রিকেটার এমনটাই দাবি পাকিস্তানি সংবাদ মাধ্যমের।


ফিরে আসার সময় ইমাদ ওয়াসিম এক বিবৃতিতে বলেছিলেন, 'আমরা একটা বিশেষ কারণে ফিরে আসলাম আবার। শুধু খেলাটা এখানে মুখ্য নয়। আমি এবং আমির চাই বিশ্বকাপটা জিততে। আমরা বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলেছি, ফাইনাল খেলেছি। যা নিশ্চিতভাবেই বড় অর্জন।'


আর আমির অবসর ভেঙে ফেরার পর বলেছিলেন, ‘সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় পাকিস্তান দল সেমিফাইনাল ও ফাইনালে খেলেছে। একটা লাইন আছে (টুর্নামেন্ট জেতা), এটা আমাদের অতিক্রম করতে হবে। এই অর্জন যদি হয়েই যায়, তাহলে সেই দলে থাকার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করব।’


কিন্তু তাদের প্রত্যাশা বড় হলেও দল হিসেবে পাকিস্তান ব্যর্থ হয়েছে চলমান বিশ্বকাপে। এক ম্যাচ আগেই ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে।


ফলে হতাশার এক বিশ্বকাপ শেষ করে ফের অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমির ও ইমাদ।


তবে কবে নাগাদ দ্বিতীয়বারের মতো অবসর নেবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু বলেননি আমির ও ইমাদ। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন দুই পাকিস্তানি ক্রিকেটার।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com