টি-টোয়েন্টি বিশ্বকাপ: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে যেভাবে পয়েন্ট ভাগাভাগি হবে
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৮:৩৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে যেভাবে পয়েন্ট ভাগাভাগি হবে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর ফলাফলে বেশ প্রভাব ছিল বৃষ্টির। গ্রুপপর্বের ৪০টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই বৃষ্টির বাধায় মাঠেই গড়ায়নি। বেশকটি দলের বাদ পড়ার কারণও ছিল এটি। গ্রুপ পর্বের পর মাঠে গড়ানোর অপেক্ষায় সুপার এইট। এই রাউন্ডে বাংলাদেশের তিনটি ম্যাচেই আছে বৃষ্টির সম্ভাবনা। প্রশ্ন হলো, যদি কোনো ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তবে কী হবে?


আজ থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার এইট পর্ব। যেখানে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে যুক্তরাষ্ট্র। নর্থ সাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


বৃষ্টির কারণে বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ ভেসে যাওয়ায় বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী সবাই বিরক্ত। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান। ফলে সুপার এইটের চার ভেন্যু বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায় আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখছেন আইসিসির কর্তারা। একই সঙ্গে যতটা সম্ভব, মাঠগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে। যদি কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়, তবে কী হবে?


সুপার এইটের কোনো ম্যাচেই নেই রিজার্ভ ডে’র ব্যবস্থা। ম্যাচ পরিত্যক্ত হলে দু’দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেবে। ফলে সমীকরণের কঠিন মারপ্যাঁচে পড়তে পারে ফেবারিট দলগুলোও। বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন সৃষ্টি হলে ফলাফলের জন্য প্রতিটি দলকে ন্যূনতম ৫ ওভার করে খেলতে হবে। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভার। রিজার্ভ ডে নেই এমন ম্যাচে নির্ধারিত ৫ ওভারের খেলা আবহাওয়ার জন্য আর শুরু করা না গেলে ডিএলএস পদ্ধতিতে জয়-পরাজয় নির্ধারণ করা হবে।


উল্লেখ্য, গ্রুপ ‘এ’ থেকে সুপার এইটে পা রেখেছে ভারত ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’ থেকে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ জায়গা পেয়েছে গ্রুপ ‘সি’ থেকে। আর গ্রুপ ‘ডি’ থেকে সেরা আটে উঠেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। তবে সেরা আটের লড়াই শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া নিয়ে চিন্তিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com