
সাকিব আল হাসানের টানা বাজে পারফরম্যান্সের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল তার অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। এক ধাক্কায় শীর্ষস্থান থেকে ৫ নম্বরে নেমে গিয়েছিলেন তিনি। শুনতে হয়েছিল অনেক সমালোচনা।
তবে এবার সমালোচনার জবাবটা মাঠেই দিয়েছেন সাকিব। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে পারফরম্যান্সে নজরটা টেনে এনেছেন নিজের দিকে। তাতেই আইসিসির কাছ থেকে সুখবর পেয়েছেন সাকিব।
সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থানটি হারিয়েছেন গেলো সপ্তাহে। আইসিসি র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে চলে গিয়েছিলেন তিনি। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের জায়গা দখল করেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। কিন্তু সাকিবের কাছ থেকে কেড়ে নেওয়া মুকুট এক সপ্তাহও ধরে রাখতে পারলেন না আফগান অলরাউন্ডার।
আজ টি-টোয়েন্টি ক্রিকেটে হালনাগাদ করা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দেখা গেছে, শীর্ষে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অন্যদিকে বড় অবনতি হয়ে নবি চলে গেছেন ৪ নম্বরে।
হালনাগাদ র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫ নম্বর থেকে তিনি উঠে গেছেন ৩ নম্বরে। সাকিবের আগে দ্বিতীয় স্থান দখল করে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টি-টোয়েন্টিতে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। তবে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। ৬ ধাপ উন্নতি করে তিনি আছেন ২ নম্বরে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ চার স্থানে কোনো পরিবর্তন আসেনি। এই তালিকায় সূর্যকুমার যাদব, ফিল সল্ট, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তাদের আগের ক্রমানুযায়ীই আছেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]