সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিংয়ে থাকছেন যারা
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৫:৪৯
সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিংয়ে থাকছেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নেমে এসেছে ৮ দলে। যাদের দু'গ্রুপে ভাগ করে সুপার এইট মাঠে গড়াবে আজ থেকে। যেখানে হবে মোট ১২টি ম্যাচ। যেই ৮ দলের একটি বাংলাদেশও। আর সেই ম্যাচগুলো সামনে রেখেই এবার আম্পায়ারদের তালিকা চূড়ান্ত করেছে আইসিসি।


বাংলাদেশের তিন ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গোও, দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক, জিম্বাবুয়ের ল্যাংস্টন রুসেরে, শ্রীলঙ্কার কুমার ধর্মাসেনা ও ভারতের নীতিন মেনন।


সুপার এইট যাত্রায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গোও। তৃতীয় আম্পায়ার থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক।


২২ জুন ভারতের বিপক্ষে ম্যাচে অন-ফিল্ডের দায়িত্বে থাকবেন মাইকেল গোও ও আদ্রিয়ান হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ার থাকবেন ল্যাংটন রুসেরে।
আর ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে থাকবেন ল্যাংটন রুসেরে ও নীতিন মেনন। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোল্ডস্টক।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com