হিলিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১৮:৩২
হিলিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আবু বক্কর সিদ্দিক (টুকু) স্মৃতি ফুটবল টুনার্মেন্ট এর উদ্বোধন করা হয়েছে।


৩১ মে, শুক্রবার আবু বক্কর সিদ্দিক (টুকু) স্মৃতি ফুটবল টুনার্মেন্ট এর উদ্বোধন করা হয়েছে। হাকিমপুর হিলি পৌর শহরের মধ্যবাসুদেবপুর মাঠপাড়া যুব সমাজ ক্লাব ও পাঠাগারে আয়োজনে মাঠপাড়া মসজিদ এর সামনের মাঠে এর উদ্বোধন করা হয়েছে।


টুনার্মেন্ট এর উদ্বোধন করেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।


মধ্যবাসুদেবপুর মাঠপাড়া যুব সমাজ ক্লাব ও পাঠাগারে সভাপতি মহব্বত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশীদ হারুন।


এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পৌর কাউন্সিলর ইমরান হোসেন দুলালসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত খেলোয়াড়দের উৎস যোগাতে প্রতিটি দলের খেলোয়াড়দের জন্য জার্সি ও খেলার সামগ্রী বিতরণ করেন।


সভাপতি মহব্বত আলী বলেন, হিলি শহর যেহেতু সীমান্তবর্তী শহর। এখানে মাদকের ভয়াবহতা একটু বেশি। এলাকার যুবক ও কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে দূরে সরে রাখতেই মূলত এই খেলার আয়োজন করা হয়েছে।


তিনি আরও বলেন, খেলায় ৮ টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন খাট্টাউচনা শাকিল একাদশ বনাম মাঠপাড়া বন্ধন একাদশ ক্লাব। ট্রাইব্রেকারে খাট্টাউচনা শাকিল একাদশ জয়লাভ করেন।


বিবার্তা/রব্বানী/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com