
এমএলএস লিগে টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর এবার আটালান্টার বিপক্ষে হারের মুখ দেখল ইন্টার মায়ামি। সবশেষ ম্যাচটি মেসি-সুয়ারেজকে ছাড়াই জয় পেলেও, বৃহস্পতিবার (৩০ মে) ঘরের মাঠে আটালান্টার কাছে ৩-১ গোলে হেরেছে মেসির দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। উল্টো প্রথম হাফেই গোল হজম করতে হয় মায়ামিকে। তবে মায়ামির হয়ে একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকে।
ম্যাচের ৪৪ মিনিটে সাবা লবজানিদজের গোলে এগিয়ে যায় আটালান্টা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয় হাফের শুরু থেকেই আবারও বল নিজেদের দখলে রাখে মায়ামি। তবে ৫৯ মিনিটে লবজানিদজে আরও এক গোল করে মায়ামিকে বিপদে ফেলে দেন। কিন্তু তার তিন মিনিট পরই এক গোল শোধ দেয় মায়ামি।
বুসকেটসের পাস থেকে গোল করেন মেসি। তবে ৭৩তম মিনিটে আটালান্টা আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মেসির মায়ামি। আটালান্টার হয়ে তৃতীয় গোলটি করেন জামাল থিয়ারে। বাকি সময়ে আর গোল করতে পারেনি কোন দল।
আটালান্টার কাছে হারলেও ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষেই রয়েছে মায়ামি। ১৭ ম্যাচে ১০ জয়ে মায়ামির পয়েন্ট ৩৪। অপরদিকে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২২তম স্থানে আটালান্টা। মায়ামির পরবর্তী ম্যাচে আগামী মাসের ২ তারিখ সেইন্ট লুইসের বিপক্ষে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]