
বার্সার নতুন কোচ হলেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হানসি ফ্লিক। দুই বছরের জন্য হানসি ফ্লিককে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। এর আগে কাতালান ক্লাবটি কিংবদন্তি জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব থেকে বরখাস্তের কথা জানিয়েছিল। ৫৯ বছর বয়সী ফ্লিক তারই স্থলাভিষিক্ত হয়েছেন।
হানসির কোচ হওয়ার খবর আগেই দিয়েছে সংবাদ মাধ্যম। এবার বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলো। ২৯ মে, বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা।
ক্লাবটি জানিয়েছে, বার্সেলোনা ও কোচ হ্যান্সি ফ্লিকের যৌথ সম্মতিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন কোচ হিসেবে তিনি চুক্তি স্বাক্ষর করেছেন ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা, সহ-সভাপতি রায়া যুস্তে ও স্পোর্টস ডিরেক্টর ডেকোর উপস্থিতিতে।
বার্সার কোচ হওয়ার প্রতিক্রিয়ায় ফ্লিক বলেছেন, ‘মহান এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। তার (সভাপতি লাপোর্তা) দর্শনও আমার সঙ্গে মিল রয়েছে, খেলায় আধিপত্য কিংবা আক্রমণাত্মক মনোভাবের দিক থেকেও। বার্সার হয়ে নতুন এই যাত্রা শুরু করতে পেরে আমি খুশি।’
এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ট্রেবল জিতেছিলেন ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে বার্সেলোনাকে তার দল হারায় ৮–২ ব্যবধানে। বায়ার্নে সাফল্যের সুবাদে উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেন ফ্লিক, যা পরে তাকে জার্মানি জাতীয় দলের পথেও এগিয়ে দেয়। টানা আট জয়ে জার্মান অধ্যায় শুরু করলেও শেষটা ভালো হয়নি। ২৫ ম্যাচে তার অধীনে জার্মানি জয় পেয়েছিল ১২ ম্যাচে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]