
আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করেছিল ইংল্যান্ড ও পাকিস্তান। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তাদের প্রস্তুতিতে ব্যাপক ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। চার ম্যাচের তিন ম্যাচের দিন-তারিখ শেষ হয়েছে। কিন্তু খেলা হয়েছে মাত্র একটি। দুটো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) কার্ডিফে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে মাঠেই গড়াতে পারেনি।
দিনের শুরুতে বৃষ্টি থাকলেও দুপুরের দিকে থেমেছিল। ফলে ম্যাচটি মাঠে গড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বিকালের দিকে আবার বৃষ্টি শুরু হয়। ফলে আম্পায়াদের অপেক্ষা করা ছাড়া আর উপায় ছিল না। শেষ পর্যন্ত অপেক্ষা আর শেষ হয়নি। ফলে রাত আটটার পর আম্পায়াররা ম্যাচ বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন।
আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। তার আগে এখন চলছে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ। নিজেদের মধ্যে সিরিজ আয়োজনের কারণে ইংল্যান্ড ও পাকিস্তানের কোনো আনুষ্ঠানিক ওয়ার্ম আপ বা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা রাখা হয়নি। ফলে তাদেরকে পুরোপুরি প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপের মঞ্চে নেমে পড়তে হতে পারে।
চার ম্যাচ সিরিজের আরো একটি ম্যাচ বাকি রয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ম্যাচের ভেনু্য ওভাল। চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ২৩ রানে জয় পায়। আগে ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছিল। জবাবে পাকিস্তান ১৬০ রানে সব উইকেট হারিয়েছিল।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]