বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল
প্রকাশ : ২৮ মে ২০২৪, ২০:৪৩
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ডালাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


২৮ মে, মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল টাইগারদের। তবে বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে এই প্রস্তুতি ম্যাচ।


বাংলাদেশ সময় রাত ৮টার একটু আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামোর যে অবস্থা, এরপর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।


স্থানীয় সময় আজ সকালে ডালাসে ৮০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হানে, সঙ্গে ছিল জোর বৃষ্টি। এতে গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামের অস্থায়ী বিগ স্ক্রিন ভেঙে চুরমার হয়ে যায়। মাঠ প্রস্তুত করে খেলা সম্ভব না হওয়ায় ম্যাচটি বাতিল করে দেয়া হয়েছে।


ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের ২১টি কাউন্টিতে বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে ডালাস পুলিশ সবাইকে অতিরিক্ত সতর্কও হতে বলেছে রাস্তা ব্যবহারের ক্ষেত্রে।


যুক্তরাষ্ট্রের বিপক্ষে এর আগে টেক্সাসেরই হিউস্টনে তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ, যেটি হেরেছে ২-১ ব্যবধানে। যে দিন দল গিয়ে হিউস্টনে পৌঁছায়, সে দিনও আবহাওয়া বেশ প্রতিকূল ছিল। হিউস্টনের মাঠটিতে বিশ্বকাপের কোনো খেলা হবে না। তবে ডালাসের এ মাঠে আছে মূল টুর্নামেন্টেরও ম্যাচ। আগামী ৮ জুন এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।


বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলার কথা আছে আরেকটি ম্যাচ। আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচের প্রতিপক্ষ ভারত।


গ্রুপ ‘ডি’তে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ।


এবারের বিশ্বকাপে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে দুই ম্যাচে থাকছে বাংলাদেশ। আবার দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রস্তুতি ম্যাচে কোনো প্রতিপক্ষের বিপক্ষে নামছে না। নিজেদের স্কোয়াডের মধ্যেই তারা ম্যাচ খেলবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com