আল-নাসরের জয়ের দিনে রেকর্ড গড়লেন রোনালদো
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:৫৩
আল-নাসরের জয়ের দিনে রেকর্ড গড়লেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আল-ইত্তিহাদের বিপক্ষে বড় জয়ের দিনে মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।


সোমবার (২৭ মে) রাতে সৌদি প্রো লিগে রোনালদোর জোড়া গোলে আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারিয়েছে নাসর।


নাসরের হয়ে অন্য গোল দুটি করেছেন আব্দুল রহমান ঘারিব ও মেশারি আল-নেমের। এ ছাড়া ইত্তিহাদের হয়ে গোল পেয়েছেন ফারাহ আলি আল শামরানি ও ফ্যাবিনিয়ো।


আল-নাসরের বিপক্ষে দলের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাকে ছাড়াই মাঠে নেমেছিল গত মৌসুমের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। এরপরও ম্যাচজুড়ে দুর্দান্তভাবে আক্রমণে চালায় তারা।


ম্যাচের ২৪তম মিনিটেই ভালো সুযোগ পেয়েছিল ইত্তিহাদ। কিন্তু লক্ষ্যেই পৌঁছায়নি উইঙ্গার আল ঘামদি দূর থেকে দূরপাল্লার শট।


প্রথমার্ধের ইনজুরি টাইমে এগিয়ে যায় আল-নাসর। দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পাঁচবারের এই ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। লিগে এটি তার ৩৪তম গোল।


বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬তম মিনিটে লাল কার্ড দেখেন ইত্তিহাদের আল মানহালি। আক্রমণে আসা সিআর সেভেনকে বাধা দিতে গিয়ে ফেলে দেন মানহালি। এতে লাল কার্ড দেখেই মাঠ ছাড়েন।


তিন মিনিট ব্যবধানে গোলের জোড়া পূর্ণ করে ইতিহাস গড়েন রোনালদো। কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে জালে জড়ান তিনি। এই গোলের পর রোনালদোই এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক।


এরপর ম্যাচের ৭৯তম মিনিটে আল ঘারিব এবং শেষ দিকে ফ্যাবিনিয়োর গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-নাসর।


এই জয়ে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলো রোনালদোরা। অন্যদিকে সমান ম্যাচে ৯৬ পয়েন্টে চ্যাম্পিয়ন আল-হিলাল। এ ছাড়া সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে লিগ শেষ করলো গতবারের চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com