বিসিবির এইচপি ট্রেনিং ক্যাম্পের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা
প্রকাশ : ২০ মে ২০২৪, ১৯:৩৮
বিসিবির এইচপি ট্রেনিং ক্যাম্পের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম। ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির কারণে লম্বা সময় ধরে বন্ধ ছিল এইচপি টিমের কার্যক্রম।


এই ক্যাম্পের জন্য ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পারফরম্যান্স।


আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ঢাকা, বগুড়া ও রাজশাহীতে চলবে এইচপি ক্যাম্প।


২০ মে, সোমবার এক বিবৃতিতে আগামী দুই বছরের এইচপি বিভাগের দল ঘোষণা করেছে বিসিবি।


বিবৃতিতে জানানো হয়, এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, পুষ্টি ও খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন ও আইন সম্পর্কে ধারণা ও দুর্নীতিবিরোধী গাইডলাইন নিয়ে জ্ঞান দেওয়া হবে।


আগামী ১৫ জুন পর্যন্ত তাত্ত্বিক বিষয়ের এসব কোর্স চলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা পর্বে তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন।


২১ জুন থেকে ১৮ আগস্ট ক্যাম্প হবে বগুড়া ও রাজশাহীতে। সেখানে ম্যাচ সিনারিও অনুশীলন, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ খেলবে এইচপির এই দলটি।


এইচপির স্কোয়াড:
মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আবদুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান, আরিফুল ইসলাম, মেহরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকী, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব, রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আশিকুর রহমান ও রহনতদৌলা বর্ষণ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com