
রায়ো ভায়াকানোর বিপক্ষে জয় পেতে কষ্ট হয়নি বার্সেলোনার। রবিবার (১৯ মে) ঘরের মাঠে ভায়াকানোকে ৩-০ গোলে উড়িয়ে দেয় জাভির দল। এরই সঙ্গে চলতি মৌসুমে রানার্স-আপ হয়ে লিগ শেষ করাটা নিশ্চিত করল বার্সেলোনা।
ম্যাচের তৃতীয় মিনিটে দারুণ এক ভলিতে তাদের এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি। এরপর ৭২ ও ৭৫ মিনিটে জোড়া গোল করেন পেদ্রি।
এই জয়ে ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ শেষ করা নিশ্চিত করল বার্সা। অন্যদিকে সমান ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।
৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা। সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৭৮। শেষ ম্যাচে বার্সেলোনা হারলে এবং জিরোনা জয় পেলেও টেবিলের কোন পরিবর্তন হবে না।
এদিকে টেবিলের চতুর্থ স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে ওসাসুনার কাছে ৪-১ গোলে হেরেছে। তাদের কাছে সুযোগ ছিল টেবিলের তৃতীয় স্থানটা দখল করার। তবে এই হারের ফলে চলতি মৌসুমে চতুর্থ স্থানে থেকেই লিগ শেষ করতে হবে সিমিওনের দলকে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]