জয়ের দিনে লিভারপুলে চলছে শোক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:৩৭
জয়ের দিনে লিভারপুলে চলছে শোক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রিমিয়ার লিগে উলভসকে হারিয়ে লিভারপুলের কোচ হিসেবে ইতি টানলেন ইয়ুর্গেন ক্লপ। তার প্রায় ৯ বছরের পথচলা থেমেছে ২-০ গোলের জয়ে।


প্রতি মৌসুমেই লিগের দলগুলোতে দেখা যায় কোচদের অদল বদলের ঘটনা। বর্তমান দুনিয়ায় কোচদের দল ছাড়ার ঘটনা যখন অহরহ ঘটে, তখন পুরোপুরি ব্যতিক্রম ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে আলোড়ন তৈরি করেছেন তিনি। উলভসের বিপক্ষে ম্যাচ দিয়েই অল রেড অধ্যায়ের ইতি টানলেন এই জার্মান কোচ।


শেষ ম্যাচের ডাগআউটে দাঁড়ানোর পর ক্লপ বলেন, ‘যদিও আমি জানি এখন ক্লাবকে বিদায় জানানো সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত, তবুও এটা আবেগপূর্ণ। তবে অনেকেই খুব স্বাভাবিকভাবে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে থাকে। দল যে পরিস্থিতিতে আছে তাতে আমি সত্যিই আনন্দিত। এখন নতুন কেউ এসে তাদের সঠিক দিক নির্দেশনা দেবেন।’


ইংল্যান্ডের সফলতম ক্লাব যখন নিজেদের সাফল্যের কথা ভুলতে চলেছিল, তখন ২০১৫ সালে দায়িত্বে নিয়ে লিভারপুলের হারানো গৌরব ফিরিয়ে আনেন ক্লপ। জার্মান এই কোচের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছে অলরেডরা। তবে এটা একদিনে হয়নি। এর জন্য ধাপে ধাপে দলকে প্রস্তুত করতে হয়েছে বলে জানান ক্লপ।


তিনি বলেন, ‘মেশিনের মতো দল তৈরিতে আমরা ধাপে ধাপে এগিয়েছি। আমি সবসময় সেরাদের বিপক্ষে খেলার মতো এমন একজন কোচ হতে চেয়েছি। আমি সেরা একটা দল করতে চেয়েছি, তখন নিজের সেরাটা দিতে সবসময় প্রস্তুত ছিলাম। আমি এমন এক দল চেয়েছি যাদের সঙ্গে খেলতে সবাই ভয় পাবে।’


ক্লপের বিদায়ে এনফিল্ডে চলছে শোকের আবহ। স্টেডিয়ামের রাস্তার আশেপাশের দেয়ালগুলোতেও পড়েছে ক্লপের বিদায়ের ছাপ। লিভারপুল অধ্যায়ের ইতি টেনে ক্লপের পরবর্তী গন্তব্য এখনও ঠিক না হলেও বাকিটা সময় ভ্রমণ ও পরিবারকে সময় দেয়ার কথা জানান ইয়ুর্গেন। তিনি বলেন, ‘আমার এখনও পৃথিবীর ১ শতাংশও দেখা হয়নি। আমরা ইউরোপের অনেক জায়গায় ঘুরব, ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে। আমার ক্যারিয়ারের পরের জীবন উপভোগের জন্য তর সইছে না। তবে দেখা যাক এর পর কী আসে।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com