
প্রথম লেগে ২-২ গোলে ড্র। ফিরতি লেগে ঘরের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। তবে শেষ দুই মিনিটের ব্যবধানে অবিশ্বাস্য দুই গোল করে বসে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করলেন সুপার সাব হোসেলু। ৮১তম মিনিটে ফেডে ভালভের্দের পরিবর্তে মাঠে নামলেন। ৮৯তম মিনিটে করলেন প্রথম গোল এবং দুই মিনিট পর ৯০+১ মিনিটে করলেন দ্বিতীয় গোল।
গোলরক্ষক ম্যানুয়েল নয়ার পুরো ম্যাচেই দুর্দান্ত সব সেভ করে ম্যাচে রাখেন বায়ার্ন মিউনিখকে। সেই নয়ারই শেষ দিকে করে বসলেন অপ্রত্যাশিত ভুল। তার হাত থেকে ছিটকে যাওয়া বলে গোল করলেন হোসেলু। কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদ ভেঙে হয় আরও একটি গোল। স্প্যানিশ চ্যাম্পিয়নরা পেয়ে যায় ফাইনালের টিকিট।
বুধবার (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলের ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ।
আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে ৪-৩ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।
আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখে ১৮তম বারের মতো ইউরোপ সেরার ফাইনালের মঞ্চে পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ।
জুনের ১ তারিখ লন্ডনের ওয়েম্বলিতে ফাইনালে আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]