সিরিজ বাঁচানোর মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১০:০৭
সিরিজ বাঁচানোর মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিজ বাঁচানোর মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ভালো করার প্রত্যাশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক নিগার সুলতানার জ্যোতির অর্ধশতক ম্লান করে ১০ উইকেটের জয় তুলে নেয় অজি মেয়েরা। এমনি অবস্থায় আজ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সমতায় ফেরার মিশনে নামছে টাইগ্রেসরা।


২ এপ্রিল, মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা ১২টায়।


মাঠে নামার আগে ম্যাচের আগে ইতিহাস অ্যালিশা হিলিদের পক্ষে। দুই দলেত টি-টোয়েন্টি লড়াইয়ে শতভাগ জয় অজি নন্দিনীদের। ২০২০ বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয় দুই দল। যাতে আধিপত্য হলুদ জার্সিধারীদের। গত পরশুর ম্যাচেও একই চিত্রনাট্য। সিরিজের প্রথম দেখায় ১০ উইকেটে জিতেছে সফরকারীরা। বাংলাদেশের অধিনায়ক ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থতার মিছিলে।


স্বাগতিকদের সমতায় ফিরতে প্রয়োজন ব্যাটারদের ব্যাটে রান। ওয়ানডে সিরিজেও ‘টপ অর্ডার’ ব্যাটারদের অফফর্ম ভুগিয়েছে দলকে। হতশ্রী ব্যাটিংয়ের নিদারুণ ব্যর্থতা নিয়ে হতাশার কথা বলেছিলেন ক্যাপ্টেন নিগার সুলতানা।


দ্বিতীয় ম্যাচের আগে একই সুর কোচ হাসান তিলকারত্নের।


তিনি বলেন, ব্যাটিং নিয়ে আমরা বেশ হতাশ। তবে প্রথম ম্যাচে রিকভারি (পুনর্গঠন) অনেক ভালো ছিল। সেখানে ইতিবাচক কিছু ব্যাপার আছে। বিশেষ করে জ্যোতি (নিগার) ও ফাহিমার (খাতুন) ব্যাটিংয়ে খুশি আমি। তারা একসঙ্গে যেভাবে খেলেছে। হিসাব করে কিছু ঝুঁকি নিয়েছে ঠিক মুহূর্তে।


টাইগ্রেস কোচ তিলকারত্নে বলেন, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে শিগগিরই। একত্র বসে দেখতে হবে, কীভাবে দ্রুত উন্নতি করা যায়।


তিনি মনে করেন, অনেকটা ইতিবাচক মেয়েরা। এও মনে করেন, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বেশ ভালো। তাদের থেকে শেখার আছে।


বিশ্বকাপের বছরে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের অলরাউন্ডার রাবেয়া খান। ফলাফল যাই হোক না কেন, অ্যালিসা হিলিদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।


মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠের লড়াইয়ে নেমে অস্ট্রেলিয়া নারী দল রীতিমত তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশের ওপরে। ১২৭ রানের মামুলি টার্গেট হেসেখেলেই পাড়ি দেয় অ্যালিসা হিলিরা। অধিনায়ক জ্যোতির ৬৪ বলে ৬৩ রান করে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। রানে ফিরেছিলেন মুরশিদা-ফাহিমারাও।


তবে অস্ট্রেলিয়ার মতো দলের কাছে সেই প্রতিরোধ ছিল বালির বাঁধের মতো। এবার সিরিজ বাঁচানোর মিশনে ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজে অজি নারী দলের দলের বিপক্ষে হোয়াইটওয়াশের তিক্ত স্মৃতি ভুলে টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়াকে সমীহ করলেও নিজেদের সামর্থ্য অনুয়ায়ী ভালো খেলার লক্ষ্য তাদের।


টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষেএই সফরটাকে নিজেদের শেখার মঞ্চ হিসেবেও দেখছেন ক্রিকেটাররা। তারা জানিয়েছেন ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং ও বোলিংয়েও উন্নতির লক্ষ্য রয়েছে। আজকের পরে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল।


বাংলাদেশের টি-টোয়েন্টি দল:


নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com