তৃতীয়দিন শেষে ৪৫৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৯:৫৩
তৃতীয়দিন শেষে ৪৫৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ফলে স্বাগতিকরা প্রথম ইনিংসে থেমেছে ১৭৮ রানে। এতে লঙ্কানদের চেয়ে ৩৫৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।


এমসিসির আইন অনুযায়ী ব্যাটিং ব্যর্থতায় ফলোঅনে পরে স্বাগতিকরা। তবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থাকলেও ফলোঅন করায়নি বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল লঙ্কানরা।


এদিকে চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে একশর আগেই ৬ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তবে ইতোমধ্যেই তাদের লিড সাড়ে চারশ পেরিয়েছে। তৃতীয় দিনশেষে বাংলাদেশের থেকে এগিয়ে লঙ্কানরা।


তৃতীয় দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করেছে শ্রীলঙ্কা। সবমিলিয়ে ম্যাচে তাদের লিড এখন ৪৫৫ রানের। হাতে আছে আরও ৪ উইকেট।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com