টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১২:৩৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘরের মাটিতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে চরম ব্যর্থতার পর আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টির চ্যালেঞ্জ।
ওয়ানডে সিরিজে তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াস হয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশ মেয়েদের সামনে এখন টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।


অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত দুইটি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যানবেরায় প্রথমবার মুখোমুখি হয় দুই দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার ১ উইকেটে ১৮৯ রানের জবাবে বাংলাদেশ ২০ ওভারে সংগ্রহ করেছিল ৯ উইকেটে ১০৩ রান। হেরেছিল ৮৬ রানে।


২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৮ উইকেট জিতেছিল ম্যাচটি। নিগাররা প্রথমে ব্যাট করে সংগ্রহ করেছিল ৭ উইকেটে ১০৭ রান। অস্ট্রেলিয়া সেটা টপকে গিয়েছিল ১৮.২ ওভারে ২ উইকেটে ১১১ রান তুলে।


চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই কিছুটা বাড়তি চ্যালেঞ্জই থাকছে স্বাগতিকদের জন্য। জ্যোতি-ফারজানাদের সামনে নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ।


বাংলাদেশ একাদশ- নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, শোভনা মোস্তারি, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শোরিফা খাতুন


অস্ট্রেলিয়া একাদশ- অ্যালিসা হিলি (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, ফোবি লিচফিল্ড, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি মোলিনাক্স, টেলা ভ্লেমিঙ্ক।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com