শ্রীলংকার পাহাড়সম রানের ভারে বাংলাদেশ
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ২০:৫০
শ্রীলংকার পাহাড়সম রানের ভারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিলেট টেস্টে জয়ের জন্য শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে শেষ ঘণ্টায় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। বিশ্ব ফার্নান্দোর দুর্দান্ত বোলিং ও ব্যাটারদের বাজে শটের সুবাদে দিনের শেষভাগে ৫ উইকেট হারিয়ে রীতিমত দিশেহারা শান্তর দল।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য এখনো দরকার ৪৬৪ রান।


প্রথম ইনিংসে শ্রীলংকার ২৮০ রানের বিপরীতে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৮৮ রানে। দ্বিতীয় ইনিংসে ধনাঞ্জয়া ও মেন্ডিসের সেঞ্চুরিতে শ্রীলংকার ইনিংস থামে ৪১৮ রানে। তাতে ৫১১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ফার্নান্দোর চতুর্থ বলে রানের খাতা না খুলেই ফেরেন মাহমুদুল হাসান জয়। তিনি পড়েছেন এলবিডব্লিউয়ের ফাঁদে। পরের ওভারে নাজমুল হোসেন শান্তকে ফেরান রাজিথা। ৬ রান করা শান্ত আউট হয়েছেন অফ ষ্ট্যাম্পের অনেক বাইরের বলে মারতে গিয়ে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে।


এরপর জাকির আর মোমিনুল কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন। ৮ম ওভারে বোলিংয়ে এসেই ২৭ রানের জুটি ভাঙ্গেন লাহিরু কুমারা। ১৯ রানে জাকির ফিরেছেন কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে। দলের রান তখন ৩৬।


পরের ওভারে আবার আঘাত হানেন ফার্নান্দো। শূন্য রানেই ফেরান দিপুকে। এই নিয়ে ২২ ইনিংসে ৬বার রানের খাতা না খুলেই ফিরলেন দিপু। ঠিক পরের বলেই সবাইকে হতবাক করা এক শটে ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন লিটন দাস। ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছিল বাংলাদেশ।
বিজ্ঞাপন


দিনের শেষ ৩০ মিনিটে আর বিপদ হতে দেননি নাইট ওয়াচম্যা তাইজুল ও মোমিনুল। শেষের সময়টা দেখে শুনেই পার করে দিয়েছেন দুইজন। দিনশেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৪৭। হার এড়াতে এখনো রেকর্ড ৪৬৪ রান করতে হবে বাংলাদেশকে। ম্যাচের বাকি এখনো দুই দিন। চতুর্থ দিনে কতক্ষণ স্থায়ী হবে ম্যাচ, সেটা জানা যাবে আগামীকালই।


এর আগে সিলেটে তৃতীয় দিনের শেষ সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে গুটিয়ে গেছে লংকানরা। প্রথম ইনিংসের মতো এবারও রেকর্ড গড়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ডি সিলভা ও মেন্ডিস। শেষ ব্যাটার হিসেবে ১৬৪ রানে আউট হয়েছে মেন্ডিস, লিড ঠেকেছে ৫১০ রানে। জয়ের জন্য তাই বাংলাদেশকে টার্গেট ছিল ৫১১ রান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com