স্পেনকে হারিয়ে কলম্বিয়ার ইতিহাস
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১৩:৩৪
স্পেনকে হারিয়ে কলম্বিয়ার ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রায় বছরখানেক আগে সবশেষ কোনো ম্যাচে পরাজয় দেখেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গেল বছরের ২৯ মার্চ স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছিল স্প্যানিশরা। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে অপরাজিত ছিল লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যরা। অবশেষে চলতি বছরের প্রথম ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ নিল তারা।


২৩ মার্চ, শনিবার লন্ডন স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে স্প্যানিশরা। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেছেন ড্যানিয়েল মুনোজ।


এদিকে কলম্বিয়ার জন্য এই জয় ঐতিহাসিক। কেননা, এবারই প্রথম ২০১০ বিশ্বকাপজয়ী দলটির বিপক্ষে জয়ের দেখা পেয়েছে তারা।


এদিন দলের সেরা খেলোয়াড়দের শুরুর দিকে বেঞ্চেই রেখেছিলেন স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। আলভারো মোরাতা, রদ্রি, লামিন ইয়ামাল, দানি কার্ভাহাল, নিকো উইলিয়ামসরা বেঞ্চে থাকায় ম্যাচের প্রথমার্ধ বেশ সাদামাটাই ছিল।


এরপরও কলম্বিয়ার ওপর শুরু থেকেই চাপ বজায় রেখেছিল স্প্যানিশরা। তবে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে কলম্বিয়াও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।


অবশেষে ৬১তম মিনিটে দানিয়েল মুনোজের পা থেকে আসে ম্যাচ নির্ধারণী গোল। দিয়াসের অ্যাসিস্টে এই লক্ষ্যভেদ করেন মুনোজ।


ম্যাচে ফিরতে মিনিট তিনেকের মধ্যেই তিন পরিবর্তন করে স্পেন। মাঠে নামেন উইলিয়ামস, মোরাতা ও বায়েনা। এর ১০ মিনিট পর মাঠে নামেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে কোনোভাবেই ম্যাচে ফেরা হয়নি স্প্যানিশদের। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com