
প্রীতি ম্যাচে এল সালভাদরকে সহজেই ৩-০ গোলে হারিয়ে বছরের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি না থাকলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি কাতার বিশ্বকাপ জয়ীদের কোপা আমেরিকার প্রস্তুতির অংশ। মেসি না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
ম্যাচের ১৬ মিনিটেই হেড করে জাল কাঁপান রোমেরো। প্রথমার্ধের ঠিক এক মিনিট আগে ব্যবধান বাড়িয়ে নেন এনজো। শুরুতে গোল মুখে বল পেয়ে লো সেলসো ভলি করেছিলেন। গোলকিপার সেটি হাত দিয়ে ঠেকালেও বল পেয়ে মুহূর্তেই জাল কাঁপিয়ে দেন এনজো। ৫২ মিনিটে ব্যবধান ৩-০ করেছেন তিনি। লাউতারো মার্টিনেজের দেওয়া বল থেকে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করে জাল কাঁপিয়েছেন।
ইন্টার মায়ামির হয়ে চোট পাওয়াতেই নিয়মিত অধিনায়ক মেসিকে পায়নি আর্জেন্টিনা। ১৩ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ছিটকে গেছেন। কাতার বিশ্বকাপ জয়ীদের পরবর্তী ম্যাচ ২৭ মার্চ কোস্টা রিকার বিপক্ষে।
এদিকে, আর্জেন্টিনার জয়ের দিনে প্রীতি ম্যাচে হার দেখেছে স্পেন। কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার দানিয়েল মুনোজ। তাতে ২০১৬ সালের পর এই প্রথম প্রীতি ম্যাচে হার দেখলো ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ দলটিতে অভিষেক হয়েছে তিনজনের। তার মধ্যে ১৭ বছর বয়সী বার্সা ডিফেন্ডার পাউ কুবারাসিও ছিলেন। ম্যাচের একমাত্র গোলটি এসেছে ৬১ মিনিটে। বাম উইং ধরে লুইস ডিয়াজের দারুণ নৈপুণ্যে পাওয়া বল থেকে ভলিতে জাল কাঁপান মুনোজ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]