টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রানার অভিষেক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১০:২৯
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রানার অভিষেক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শুক্রবার (২২ মার্চ) সিরিজের প্রথম টেস্ট টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার।


ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়। তবে অভিজ্ঞ লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব আগেই লঙ্কান সিরিজ থেকে বিরতি নিয়েছিলেন, আর ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক।


তবে প্রথমবার বাংলাদেশের সাদা জার্সিতে নামছেন পেসার নাহিদ রানা। এছাড়াও একাদশে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। আর দলে আছেন শরিফুল ইসলাম। তিন পেসারকে নিয়ে আক্রমণে নামছে টাইগাররা। সিলেটের উইকেট সকালে ভেজা মনে হওয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।


এদিকে অভিজ্ঞ একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা। করুনারত্নে, ম্যাথুস, চান্ডিমালদের সঙ্গে বোলিং আক্রমণে রয়েছেন রাজিতা, কুমারারা।


বাংলাদেশ একাদশ:


মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।


শ্রীলঙ্কা একাদশ:


দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com