
দশ বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। রঙিন পোশাকের পর এবার সাদা পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
এর আগে আজ দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করে এই টেস্ট সিরিজের। টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে হাজির ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
২০১৮ সালে টেস্ট ভেন্যু হিসেবে শুরু। এখন পর্যন্ত দুটো ম্যাচই হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই টেস্টে বাংলাদেশের জয়-পরাজয়ের ব্যবধান সমান।
কাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠের তৃতীয় টেস্ট। অন্যদিকে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের আগে রেকর্ডে চোখ রাখলে আক্ষেপের খোঁজ পাবে টাইগাররা। শ্রীলঙ্কার সাথে আগের ২৪ টেস্টের ১৮টাই হেরেছে বাংলাদেশ দল। পাঁচটা ড্রয়ের টাইগাররা জিতেছে একটা ম্যাচই।
জয়টা আবার ঐতিহাসিক ভিন্ন কারণে, নিজেদের টেস্ট ইতিহাসের শততম টেস্ট বাংলাদেশ দল জিতেছিল পি সারা ওভালে। সিরিজের হিসেবেও ছন্নছাড়া বাংলাদেশ। লাল সবুজের প্রতিনিধিরা শ্রীলঙ্কা সাথে ১১ টেস্ট সিরিজের ১০টাই হেরেছে। ড্র কেবল ২০১৭ সালের সিরিজ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]