
শেষ পর্যন্ত এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। গেল মৌসুমে রেলিগেশনের কারণে লেস্টার সিটি নেমে গেছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে। তবে সেখানে ভালোই করছে ক্লাবটি। পয়েন্ট তালিকায় আছে শীর্ষে। লেস্টারের বিপক্ষে আজ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ভালোই ভুগেছে চেলসি।
মাচের ৯০ মিনিটে স্কোরলাইন ছিল ২-২। তবে যোগকরা সময়ে দুই গোল করে ব্লুজরা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের এগারোতে থাকা চেলসি ম্যাচটা আরও আগেই হয়তো জিততে পারতো। ২৮ মিনিটের সময় স্পটকিক থেকে স্কোর করতে পারেননি রাহিম স্টার্লিং। তার শট রুখে দেন লেস্টার গোলকিপার।
স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৩ মিনিটে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন মার্ক কুকুরেল্লা। প্রথমার্ধের যোগকরা সময়ে কোল পালমার ব্যবধান দ্বিগুন করেন। তবে ৫১ মিনিটে অ্যাক্সেল ডিসাসির আত্মঘাতী গোল এবং ৬২ মিনিটে স্টেফি মাভিডিডির গোল সমতায় ফেরে লেস্টার।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এক গোল শোধ দেয় লেস্টার সিটি। অ্যাক্সেল ডিসাসির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় শীর্ষ লিগ থেকে নেমে যাওয়া লেস্টার। ৬২ মিনিটে ব্যবধান ২-২ করে ফেলে তারা। ওই গোল করেন স্টিফেন মিভিদিদি। যোগ করা সময়ে কার্নি চুকুমেকা ও ননি মাদুইকে গোল করে ৪-২ গোলে জয় পায় চেলসি। তাতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রাহিম স্টার্লিংর দল।
এদিকে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। উলভসের বিপক্ষে ৩-২ গোলে জিতে চমক দিয়েছে ডিভিশনের দল কভেন্ট্রি। সেমির লড়াইয়ে অন্য ম্যাচে লিভারপুল ও ম্যানইউ লড়বে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]