
লা লিগার ঘরের মাঠে শুরুটা ভালো করেছিল অ্যাটলেটিকো। কিন্তু স্বাগতিকদের দাপটকে টপকে ম্যাচের ৩৮ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।রবিবার রাতে প্রথম গোলটি করেন ফেলিক্স। লেওয়ানডস্কির দারুণ পাসে কাছ থেকে শট করে গোল করেন অ্যাটলেটিকো থেকে ধার করে আনা বার্সার এই পর্তুগিজ তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন বার্সার ফরোয়ার্ড লেওয়ানডস্কি। তার ৪৭ মিনিটে করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে কাতালনের ক্লাবটি। অ্যাটলেটিকোর ডিফেন্ডার রদ্রিগো ডি পলের কাছ থেকে বল নিয়ে লেওয়ানডস্কিকে পাস দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। সেই বলকে চলতি মৌসুমে নিজের ১৩তম গোল বানান পোলান্ড তারকা।
ম্যাচের ৬৫ মিনিটে অ্যাটলেটিকোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফারমিন লোপেজ। লেওয়ানডস্কির দ্বিতীয় অ্যাসিস্টে দারুণ হেডে গোল করেন তিনি।
দারুণ এই জয়ে জিরোনাকে তিনে নামিয়ে সেরা দুইয়ে উঠে এসেছে বার্সা। ২৯ ম্যাচের বার্সার পয়েন্ট এখন ৬৪। আর সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]