
সিরিজ জয়ের মিশনে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে চোটের কারণে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। এই পেসারের পরিবর্তে শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসান মাহমুদকে।
১৭ মার্চ, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিবের চোট নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, তানজিম সাকিব তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। যে কারণে আজ অনুশীলন করতে পারেনি এবং আগামীকাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট না।
সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন এই পেসার। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদান ছিল তার। সবমিলিয়ে সিরিজে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট।
এদিকে তৃতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে চোটে পড়েছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও। চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন, আজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
আগামীকাল (১৮ মার্চ) সকাল ১০টায় সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই দল মাঠে নামবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]