
সুয়ারেজের জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মায়ামিতে ৭ ম্যাচে সুয়ারেজের গোল এখন ৬টি।
১৬ মার্চ, শনিবার কনক্যাকাফে শেষ ম্যাচে চোট পাওয়ায় ওয়াশিংটনের অডি ফিল্ডে লিওনেল মেসিকে ছাড়া একাদশ সাজান মায়ামি বস টাটা মার্টিনো। এদিন মেসিকে ছাড়া শুরুটা মোটেই ভালো হয়নি মায়ামির।
ম্যাচের ১৪তম মিনিটে জ্যারেড স্ট্রাউডের গোলে এগিয়ে যায় ডিসি ইউনাইটেড। তবে ১০ মিনিট ব্যবধানে মায়ামিকে সমতায় ফেরান লিওনার্দো কাম্পানা। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না মায়ামি। বদলি হিসেবে নেমে অসাধারণ এক দলীয় আক্রমণ থেকে ম্যাচের ৭২তম মিনিটে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। আর ৮৫তম মিনিটে নিজের জোড়া পূরণ করে দ্য হেরোনদের পূর্ণ পয়েন্ট এনে দেন এই উরুগুয়েন স্ট্রাইকার। এ জয়ে শীর্ষেই থাকল মায়ামি। ৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১০।
ম্যাচ শেষে কোচ মার্টিনোর ভাষ্য, দল যেভাবে প্রথম ১৫ মিনিটের ধাক্কা সামলেছে, আমার ভালো লেগেছে। আমার মনে হয়, প্রথম ১৫ থেকে ২০ মিনিটের পর ম্যাচটা আমরা ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পেরেছি। জয় আমাদের প্রাপ্য ছিল।
মেসির চোট নিয়ে মার্টিনোর মন্তব্য, এটা স্পষ্ট যে আমাদের লক্ষ্য হচ্ছে তাকে (মেসিকে) কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে খেলানো। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না।
উল্লেখ্য, কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে ৩ এপ্রিল মন্টেরির মুখোমুখি হবে মায়ামি। তবে এর নিউইয়র্ক রেড বুলস ও নিউইয়র্ক সিটির বিপক্ষে লিগ ম্যাচ আছে মেসিদের।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]