
১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে আর্সেনাল। এই জয়ে ২০১০ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে আর্সেনাল। এর আগে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানও ফিরে পেয়েছে গানাররা।
প্রথম লেগে হারা আর্সেনাল কাল অবশ্য নিজেদের মাঠে তুলে নিয়েছে ১-০ গোলের জয়। ৪১ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় গানাররা। এরপর পুরো ম্যাচে আর্তেতার শিষ্যরা আর কোনো গোলের দেখা না পেলেও লিড ধরে রেখেছিল শেষ পর্যন্ত।
এদিকে ট্রোসার্ডের গোলে গতকাল পোর্তোর বিপক্ষে জিতলেও দুই লেগ মিলিয়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কোনো দলই। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
আর টাইব্রেকারে গানারদের বাঁচিয়ে দিয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া। ব্রেন্টফোর্ড থেকে ধারে আর্সেনালের হয়ে খেলা রায়া কাল ফিরিয়ে দিয়েছেন পোর্তোর দুইটি স্পটকিক। তাঁর দারুণ দুইটি সেভ এবং আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড, কাই হ্যাভার্টজ, বুকায়ো সাকা এবং ডেক্লান রাইস বল জালে জড়াতে পারায় ৪-২ গোলের জয় পায় আর্তেতার শিষ্যরা।
মাইকেল আর্তেতার অধীনে নতুন দিনের সূচনা হয়েছে আর্সেনালে। ইংলিশ এই ক্লাবটি কয়েক বছর ধরেই প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে চ্যালেঞ্জ জানায় লিভারপুল, ম্যানচেস্টার সিটি। এবারও লিগে শীর্ষে আছে তারা। তবে এই আর্সেনালই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর মাঠে হেরেছিল ১-০ গোলে। শেষ আট নিশ্চিতের লড়াইয়ে পর্তুগীজ ক্লাবটির বিপক্ষে কাল নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে মাঠে নেমেছিল গানাররা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]