
জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের নেতৃত্ব হারানোর শঙ্কায় পড়েছেন আফ্রিদি। পিএসএলে তার দল লাহোর কালান্দার্সের বাজে পারফরম্যান্সের কারণে প্রশ্ন উঠেছে আফ্রিদির নেতৃত্ব নিয়ে। আফ্রিদিকে যেন অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়, সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অনভিজ্ঞ শাহিন। এত বড় দায়িত্ব নেয়ার জন্য ২৩ বছর বয়সী এই তারকা পেসারের আরও বেশি পরিপক্কতা দরকার।
শাহিনকে অধিনায়কত্ব থেকে সরানো হলে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে এই দৌড়ে আছেন ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা বাবর আজমও। যদিও এই বিষয়ে এখনো শাহিন আফ্রিদির সঙ্গে আলোচনায় বসেননি মহসিন নাকভি। পিএসএলের আসর শেষ হওয়ার পর তারা আলোচনায় বসবেন। তখন নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে পিসিবি থেকে
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]