
আগামীকাল থেকে চট্টগ্রামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় বুধবার (১৩ মার্চ) ১ম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
এর আগে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে তাই প্রত্যাশার পারদ কিছুটা উঁচুতেই ছিল বাংলাদেশের জন্য। সিরিজ নির্ধারণী ম্যাচে গত শনিবার ২৮ রানে হেরে গেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টির লড়াই শেষে এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। তিন ম্যাচের ওডিআই সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।
২য় ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার (১৫ মার্চ)। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।
৩য় ওয়ানডে অনুষ্ঠিত হবে সোমবার (১৮ মার্চ)। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল দশটায়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]