প্রথমবারের মতো ‘অস্ট্রেলিয়ান এ-লিগে ইফতার ব্রেক চালু
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১৩:৪০
প্রথমবারের মতো ‘অস্ট্রেলিয়ান এ-লিগে ইফতার ব্রেক চালু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাবিশ্বে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস রমজান। পবিত্র মাসে নিজেদের পুরাতন রীতি বদল করছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর ‘অস্ট্রেলিয়ান এ-লিগ’।


লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের রমজানেই প্রথমবারের মতো এ-লিগে চালু হবে ইফতার ব্রেক। যেসব ম্যাচ সূর্যাস্তের সময়ে চলবে, সেসব ম্যাচেই দেখা যাবে এমন নিয়ম। এর অধীনে কোনো দল মাঠে থাকা রেফারির অনুমতি সাপেক্ষে ৯০ সেকেন্ডের জন্য বিরতির সময় পাবে।


এসময় মুসলমান খেলোয়াড়রা নিজেদের ইফতার শেষ করবেন। এরপরেই তারা আবার মাঠের খেলায় ফিরে যাবেন। অস্ট্রেলিয়াতে আজ মঙ্গলবার থেকে শুরু হবে মহিমান্বিত এই মাস। হিজরি ক্যালেন্ডারের নবম এই মাসের জন্য বিশেষ এই নিয়ম আগে থেকেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে চালু আছে।


পিএফএ প্রধান নির্বাহী কর্মকর্তা বু বুশ নিজেদের লিগে ইফতার বিরতি চালুর কথা নিশ্চিত করেছেন, ‘পূর্বের মৌসুমে রমজান যারা পালন করেছেন, তাদের বেলায় আমরা লক্ষ্য করেছি, তারা শুধু প্র্যাকটিস বা প্রস্তুতিই না, ম্যাচ চলাকালেও আমাদের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন।’


আমাদের খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন সমাজ এবং বিশ্বাস থেকে উঠে এসেছেন আর আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, তারা আমাদের খেলার পরিবেশে পর্যাপ্ত সমর্থন পাবে। আর এমন পদক্ষেপ নিশ্চিতভাবে এই পরিস্থিতি তৈরিতে ভূমিকা রাখবে।’


ইরাকি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবলার আলী আগলাহ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ম্যাকার্থার এফসির এই ফরোয়ার্ড জানান, এই বিরতি তাকে খেজুর এবং কিছু পানি খাওয়ার সময় করে দেবে।


এর আগে, গত রবিবার অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। ইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরীয়াহ বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি এই তারিখ জানিয়েছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com