
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য সাম্প্রতিককালের সবচেয়ে বড় ব্যর্থ আসর। যেখানে মাঠ এবং মাঠের বাইরে একাধিক বিতর্কের জন্ম দিয়েছিল। এসব বিতর্কে জড়িয়ে আছে তামিম-সাকিব-প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নামও। এছাড়া বোলিং কোচ ডোনাল্ডের পদত্যাগ নিয়েও ছিল অনেক রকমের ধোঁয়াশা।
এসব ব্যর্থতার কারণ অনুসন্ধানে মূল্যায়ন কমিটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল। সেখান কি ছিল তা নিয়ে বেশ কিছুদিন ধরে ক্রীড়াঙ্গনে চলছে আলোচনা। এবার সেই তদন্ত রিপোর্ট নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
৯ মার্চ, শনিবার মিরপুরে বিসিবির দশম বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে ব্যক্তিগতভাবে কাউকে দোষী করা হয়নি। ৩ পাতার পুরো প্রতিবেদনের কোথাও কারোর নাম নেই।’
পাপন জানান দুই বোর্ড পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়, 'আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই।’
বোর্ড সভাপতি জানান, ‘আজ (শনিবার) আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। যে দুজনের নাম এসেছিল ঐ দুজনকেও পড়ে শুনিয়েছি, দেয়ার ইজ নাথিং। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।'
এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আকরাম খানের এক মন্তব্যের প্রেক্ষিতে পাপন বলেন, 'আজ কে জানি আকরামের একটা বক্তব্য পাঠাল। আকরামকে সাথে সাথে পাঠালাম, আকরাম লিখেছে এক্স্যাক্টলি ফেইক নিউজ ভাইয়া। আমি তো আকরামকে অবশ্যই বিশ্বাস করি। ফেইক নিউজ করলে আমার কী করার আছে? যে পরিমাণ নিউজ হয়, আমাদের কাজ কি খালি এসবের উত্তর দেওয়া?'
তদন্ত প্রতিবেদন নিয়ে পাপনের বক্তব্য, ‘একটা কমিটি করা হয়েছিল। ওরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছে। ওদের সাথে কথা বলে তারা কিছু সাজেশন ও রিকমেন্ডেশন দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আসলে এমন কোনো তথ্য নেই যা আমি জানি না বা আপনারা জানেন না। কী আসতে পারে পারফরম্যান্স খারাপের জন্য? যে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তবে বেশ কিছু পরামর্শ দিয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে। শেষ মিটিংয়ের পর তো বলেছিলাম আপনাদের। যেসব বিভাগের কাজ, তা শুরু হয়ে গেছে।’
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]