
বিপিএল শেষ হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে টাইগাররা।
সিরিজ বাঁচানোর ম্যাচে আজ সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ- আবিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস(ডব্লিউ), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা(সি), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, আকিলা দানঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা, নিরোশান ডিকভেলা, সিলভানহারা, ধনঞ্জায়া, নুরানজায়া মাদুশঙ্কা, জেফরি ভ্যান্ডারসে
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]