
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ ফের মাঠে নামবে দুই দল।
৬ মার্চ, বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম ম্যাচে তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ ও জাকের আলী। দুজনের ব্যাটে বাংলাদেশ প্রায় ছুঁয়ে ফেলেছিল অসম্ভব এক জয়। আগে ব্যাট করে প্রতিপক্ষ ২০০ ছাড়াবে, সেই ম্যাচে বাংলার ছেলেরা লড়াই করবে শেষ বল পর্যন্ত, এটিও তো এতদিন ছিল ভাবনার ওপারে।
আজ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি অবশ্যই ব্যাটিং। তবে গত বছরটায় বাংলাদেশের পেসাররা যেভাবে উন্নতি করেছে, তাতে তাদের ওপরও ভরসা রাখতে হয়। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা ঠিকই এনে দেন মোমেন্টাম। সেটি ধরে রাখতে পারলে সেই ম্যাচের চেহারাই বদলে যেত।
এমতাবস্থায় সিরিজে ফিরতে হলে আজ জিততে হবে টাইগারদের। শেষ তিনটা টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া বাংলাদেশের জন্য যা বড় চ্যালেঞ্জ। কেননা প্রথম ম্যাচে লঙ্কানরা দেখিয়েছে তাদের শক্তিমত্তার গভীরতা। যা ভয়ের কারণ শান্ত বাহিনীর।
পুরো ২০ ওভার বল করেও তিনটা উইকেটের বেশি নিতে পারেননি শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদরা। রান বিলিয়েছেন অকাতরে। শেখ মেহেদীও ছিলেন নিস্প্রভ। ব্যাট হাতে ২০০ পেরোলেও জাকের আর মাহমুদউল্লাহ ছাড়া রান পাননি আর কেউ, ৮ উইকেট হারায় দল।
ফলে টপ অর্ডারকেও নিতে হবে দায়িত্ব। বিপিএলে ছন্দে থাকা লিটন দাস, তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের খেলতে হবে দায়িত্ব নিয়ে। মোমেন্টামের পাশাপাশি ক্রিকেট যে দলগত খেলাও। যেটা বারবার মনে করিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ফলে খানিকটা দ্বিধায় বাংলাদেশ। সম্ভাবনা আছে একাদশে পরিবর্তনের। যদিও হাতে নেই পর্যাপ্ত বিকল্প, তবে মোস্তাফিজের বদলে তানজিম সাকিবকে দেখা যেতে পারে একাদশে। রিশাদের জায়গা নিতে পারেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]