
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের কাছে শেষ আটের প্রথম লেগে রোনালদো-লাপোর্তেদের আল নাসর হেরে গেছে ১-০ গোলে।
৪ মার্চ, সোমবার রাতে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
আগামী সপ্তাহে ফিরতি লেগে ঘরের মাঠে আল-আইনকে আতিথ্য দিবে রোনালদোর আল নাসর। সেই ম্যাচে ২-০ কিংবা বেশি ব্যবধানে জয় পেলে পৌঁছে যাবে সেমিফাইনালে। ড্র কিংবা হেরে গেলে বিদায় নিতে হবে কোয়ার্টার ফাইনাল থেকেই।
এদিন প্রথমার্ধের শেষ মুহূর্তে লিড নেয় আল-আইন। এ সময় ডি বক্সের বাইরে থেকে আলেজান্দ্রে রোমেরোর বাড়িয়ে দেওয়া বল বক্সের মধ্যে দখলে নেন সোফিয়ানে রাহিমি। তাকে রুখতে সামনে এগিয়ে আসেন আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা। তাকে পরাস্ত করে কিছুটা ডানদিকে এগিয়ে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন রাহিমি। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম।
অবশ্য পরের মিনিটেই রোনালদো গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু আল-আইনের গোলরক্ষক খালিদ ইসা দারুণ দক্ষতায় সেটা রুখে দেন। এরপর ৮০ মিনিটের মাথায় রোনালদোর আরও একটি দারুণ প্রচেষ্টা রুখে দেন ইসা।
শেষ মুহূর্তে (৯০+৪) লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসরের আয়মেরিক লাপোর্তে। তাতে হারের পাশাপাশি বড় ধাক্কাও খেলো সৌদি আরবের ক্লাবটি। ঘরের মাঠে ফিরতে লেগে খেলতে পারবেন না লাপোর্তে।
এই দুই দলের বিজয়ী দল সেমিফাইনালে আল হিলাল অথবা আল ইত্তিহাদের মুখোমুখি হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]