
অল্পের জন্য সিলেটে নতুন ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। আন্তর্জাতিক টি২০ ম্যাচে ভেন্যুর ইতিহাসে রেকর্ড রান সফলভাবে তাড়ার কাছেই ছিল স্বাগতিকরা। মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ইনিংস আর জাতীয় দলে 'অভিষিক্ত' জাকের আলি অনিকের ব্যাটিংয়ের তাণ্ডব অসাধ্য সাধনের খুব কাছে চলে এসেছিল বাংলাদেশ। তবে বাকিদের ব্যর্থতায় বিফলে গেল তাদের পরিশ্রম।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন অভিষিক্ত জাকের আলী। অন্যপ্রান্তে ৩১ বলে অর্ধশতক হাঁকিয়ে ৫৪ রানে প্যাভিলিয়নে ফেরেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ।
৬৮ রানের ইনিংস খেলার পথে দেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন জাকের। এর আগে, পাকিস্তানের বিপক্ষে নাজিম-উদ্দিন, আয়ারল্যান্ডের বিপক্ষে জিয়াউর রহমান, ওমানের বিপক্ষে তামিম ইকবাল, শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস ও জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ এই কীর্তি গড়েছিলেন।
এদিন সমান ২০০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন জাকের। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট।
এর আগে, ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২২৫ দশমিক ৯২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস উপহার দেন মোহাম্মদ আশরাফুল।
লঙ্কানদের বিপক্ষে পার্টনারশিপেও রেকর্ড গড়েছেন জাকের। ওভারপ্রতি গড়ে ১৪ দশমিক ৪৪ রান তোলার রেকর্ড গড়েন জাকের-মেহেদী জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ।
এছাড়া এদিন জাকের এবং মাহমুদউল্লাহর কল্যাণে পুরো ইনিংসে ১১টি ছয় হাঁকিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ১২ ছক্কা এসেছিল দুইবার। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ও ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ছিল ১২টি করে ছক্কা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]