শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় জয়
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:৫৬
শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

৯০ মিনিটের পর যোগ করা সময় ছিল ৮ মিনিট। সেই ৮ মিনিটও শেষ হয়ে খেলা চলছিল যেকোনো মুহূর্তে বাঁশি বেজে উঠবে অপেক্ষায়। আর এমন অন্তিম মুহূর্তেই লিভারপুলের ত্রাতা হয়ে দেখা দিলেন দারউইন নুনিয়েজ। উরুগুইয়ান ফরোয়ার্ডের শেষ সময়ের গোলে নটিংহাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।


এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই শেষ মুহূর্তে জিতল অলরেডরা। এর আগে গত সপ্তাহে লিগ কাপের ফাইনালে জিতেছিল ম্যাচের ১১৮ মিনিটে।


দুই দলের শক্তি বিবেচনায় এই ম্যাচে পরিষ্কার এগিয়ে ছিল লিভারপুল। ক্লপের দল যেখানে ট্রফিকে চোখ রেখে দৌড়াচ্ছে, সেখানে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকা নটিংহাম সাঁতরাচ্ছে অবনমন থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু দ্য সিটি গ্রাউন্ডে আজ অলরেডদের বড় পরীক্ষাই নিয়েছে নটিংহাম। প্রথম ৪৫ মিনিটে দলটির গোলমুখে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি লিভারপুল। লুইস দিয়াজের দুটি শট প্রতিহত হয়েছে রক্ষণ-দেয়ালে আর ববি ক্লার্কের একটি শট উড়ে গেছে বারের একটু ওপর দিয়ে।


তবে প্রথমার্ধে গোল না পেলেও লিভারপুলের আশা ছিল দ্বিতীয়ার্ধ নিয়ে। পুরো মৌসুমে বিরতির পরই বেশি জ্বলে উঠেছে লিভারপুলের আক্রমণভাগ। তবে এদিন দ্বিতীয়ার্ধে ধার বাড়ালেও গোল পাওয়া হচ্ছিল না কোনোমতেই। শেষ পর্যন্ত যোগ করা সময়ের শেষ মিনিটে পাওয়া কর্নারই ছিল সর্বশেষ সুযোগ। আর সেই কর্নারেরই একপর্যায়ে আলেক্সিস মাক-অ্যালিস্টারের বাড়ানো বল হেডে জালে জড়ান নুনিয়েজ। ৬০ মিনিটে বদলি নামা উরুগুইয়ানের সৌজন্যে লিভারপুল পায় ৩ পয়েন্টের দেখা।


অপটার তথ্য বলছে, এটি লিভারপুলের চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বদলি খেলোয়াড়দের মাধ্যমে পাওয়া ৪৩তম গোল (২১ গোল, ২২ অ্যাসিস্ট)। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের আর কোনো দল বদলিদের কাছ থেকে এত গোল পায়নি।


এ ছাড়া প্রিমিয়ার লিগ যুগে ফরেস্টের মাঠে সাতবারের চেষ্টায় এটি লিভারপুলের প্রথম জয়।


এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে এ সপ্তাহেও শীর্ষে থাকা নিশ্চিত করল ইয়ুর্গেন ক্লপের দল। ২৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পেছনে।


দিনের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে চেলসি। পয়েন্ট তালিকায় চেলসির অবস্থান ১১ নম্বরে, ব্রেন্টফোর্ড ১৫–তে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com