
সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
চার দলের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে জয় মানে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে দেওয়া। তাই সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের প্রথম ম্যাচটার ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী।
২ মার্চ, শনিবার ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ২৪ মিনিটে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়। সাথী মুন্ডার দারুণ এক মুভে বক্সের ভেতরে প্রীতি জায়গা ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান।
৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাঁধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে গোল এনে দেন প্রীতি। তে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর স্বাগতিক নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালায়। যদিও বাংলাদেশের রক্ষণ দুর্গে কাঁপন ধরানোর মতো তেমন আক্রমণ করতে পারেনি নেপাল। ৬২ মিনিটে আরিফার ক্রসে সুরভী প্রীতির প্লেসিং করা বল জালের পাশে লেগে হ্যাটট্রিক বঞ্চিত হন। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৫ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের সঙ্গে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]