
জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিপিএলের দশম আসরের। অবশেষে অধরা শিরোপার স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল।
এদিকে ফাইনালের পরই নিশ্চিত হয়েছে ঘরোয়া এই টুর্নামেন্টের দশম আসরের সেরা পাঁচ রান সংগ্রাহক। এই তালিকায় এগিয়ে দেশি ক্রিকেটারই। আসরের মাঝ পর্যন্ত দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে নানান আলোচনা-সমালোচনা থাকলেও শেষ দিকে এসে আধিপত্য দেখিয়েছেন টাইগাররা।
সেরা পাঁচের এই তালিকায় সবাই বাংলাদেশি। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক চ্যাম্পিয়ন দলপতি তামিম ইকবাল। সেরা রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি এই টুর্নামেন্টের এক মৌসুমে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন তিনি।
তালিকার সেরা পাঁচে আছেন তিন ফাইনালিস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাওহীদ হৃদয়ও।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]