বেইলি রোড ট্র্যাজেডি
বিপিএলের ফাইনালের আগে এক মিনিট নীরবতা পালন
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১৭:৩০
বিপিএলের ফাইনালের আগে এক মিনিট নীরবতা পালন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সদা প্রাণচঞ্চল ও আলো ঝলমলে রাজধানীর ব্যস্ততম এলাকা বেইলি রোড এখন শোকে স্তব্ধ। ২০২৪ সালের লিপ ইয়ারের দিনটিতে বেইলি রোডের বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ প্রাণ হারিয়েছেন। বহুতল ভবনের আগুনের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন ঘটনার পর শোকে স্তব্ধ গোটা দেশ। এমন একটি মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দশম বিপিএলের ফাইনাল। ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।


ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন তারা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com