নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ম্যাচসেরা মেহেদী
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ম্যাচসেরা মেহেদী
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তাদেরকে টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সেরার পুরস্কার উঠেছে অলরাউন্ডিং পারফর্ম করা মেহেদী। এর আগে তিনি সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। ফরম্যাটটিতে ১৬ মাস পর ফিরেই স্বাক্ষর রেখেছেন সেরা খেলোয়াড়ের।


নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ব্যাট হাতে অপরাজিত ১৯ রান আর বল হাতে মাত্র ১৪ রান খরচায় নেন ২ উইকেট তিনি। পরে পুরস্কার নেওয়ার সময় এমন সাফল্যের নেপথ্য জানিয়েছেন মেহেদী, ‘এই কন্ডিশনে স্পিন বল করা সত্যি কষ্টকর। তবে আমি আমার লাইন-লেন্থ সঠিকভাবে কার্যকর করার চেষ্টা করেছি এবং তাতে ফল পেয়েছি।’


৪ ওভারে ১৪ রান দিয়ে দিনের সেরা ইকোনোমিক্যাল বোলারও মেহেদী। কিউই ব্যাটসম্যানদের চাপে রাখা এই স্পিন অলরাউন্ডার নেপিয়ারের উইকেট প্রসঙ্গে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল স্লো আসছিল–টার্ন হচ্ছিল, আবার আরেকটা সোজা আসছিল। আমি গুড লেন্থ অঞ্চলে ধারাবাহিক বল করার চেষ্টা করছিলাম। সেজন্য আমি পাওয়ার-প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’


বোলিংয়ের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ১৬ বলে ১৯ রান করেন মেহেদী। ৯৭ রানে পাঁচ উইকেট পতনের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। তারপর আর কোনো উইকেটের পতন হতে দেননি মেহেদী ও লিটন। লিটনকে দারুণ সঙ্গ দিতে গিয়ে চার হাঁকিয়ে জয়সূচক রানটিও এনে দেন মেহেদী। তার ইনিংস থেকে আসে একটি করে চার ও ছক্কা। নিজের ব্যাটিং দক্ষতা নিয়ে তিনি বলছিলেন, ‘যখন আমি ভালো বোলিং করি, তারপর ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। আমি সবসময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’


নেপিয়ারে এ নিয়ে টানা দুই ম্যাচেই সাফল্য পেল বাংলাদেশ। শেষ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথমটাও জিতে নাজমুল হোসেন শান্ত’র দল শুভসূচনা করেছে। প্রথমে ব্যাট করে স্বাগতিক কিউইরা থামে মাত্র ১৩৪ রানে। পরবর্তীতে ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখেই বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com