অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। অসিদের বিপক্ষে ১৯৭৭ সালের পর এই ম্যাচের আগ পর্যন্ত মোট ১০ বার মুখোমুখি হয়েছে ভারত। কিন্তু জয় পায়নি।


অবশেষে ২৪ ডিসেম্বর, রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে অসিদের ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা।


আজ ম্যাচের চতুর্থ দিনের শুরুর নাটকীয়তায় অসিদের দ্বিতীয় ইনিংসের বাকি ৫ উইকেট তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়া ২৬১ রানে অলআউট হয়ে গেলে জিততে হলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান। ব্যাট করতে নেমে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। ৬১ বলে ৩৮ রান করেন স্মৃতি মানধানা। রিচা ঘোষ করেন ১৫ বলে ১২ রান।


দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৭৭ বলে ৭৩ রান করেন তাহলিয়া ম্যাকগ্রিথ। এছাড়া ৯১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ইলিসি পেরি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্নেহা রানা।


এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন তাহলিয়া ম্যাকগ্রিথ। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পুজা ভাস্ট্রাকার।


প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ ফিফটিতে বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। স্বাগতিকরা প্রথম ইনিংসে তোলেন ৪০৬ রান। ফলে সফরকারীদের থেকে ১৮৭ রান এগিয়ে যায় ভারত।


ওপেনার স্মৃতি মানধানা খেলেন ১০৬ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। ১২টি চারের মারে ইনিংস সাজান তিনি। ১০৪ বলে ৫২ রান (৭ চারে) করেন রিচা ঘোষ।


এরপর জেমিমা রদ্রিগুজ করেন ১২১ বলে ৭৩ রান। ৮ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটার দিপ্তি শর্মা সবচেয়ে বড় ইনিংসটি (১৭১ বলে ৭৮ রান) খেলেন। লোয়াঅর্ডারে নেমে আরেক ব্যাটার পুজা ভাস্ট্রাকার করেন ১২৬ বলে ৪৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করে অ্যাশলে গার্ডনার।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com