বাফুফে সভাপতি সালাউদ্দিন হাসপাতালে
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:১৪
বাফুফে সভাপতি সালাউদ্দিন হাসপাতালে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


২০ ডিসেম্বর, বুধবার বাফুফের মিডিয়া ম্যানেজার তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।


সালাহউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার বাফুফে সভাপতির এনজিওগ্রাম হয়েছে। তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে তার। আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।


২০০৩ সাল থেকে তিনি বাফুফের দায়িত্ব সামলানো সালাহউদ্দিন ১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম গ্রহন করেন। বর্তমানে তার বয়স ৭০ বছর। ২০০৮ সালে তিনি সভাপতি নির্বাচিত হন। একই পদে টানা চার নির্বাচনে তাকে হারাতে পারেনি আর কেউ। বাফুফের সঙ্গে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ) টানা চার বারের নির্বাচিত সভাপতি তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com