গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক গিল
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৬:২৪
গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক গিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক নেই, কে হবেন অধিনায়ক? এই জ্বল্পনা-কল্পনা অবশ্য খুব বেশি এগোতে দেয়নি গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেয়ার একদিন পরই ফ্রাঞ্চাইজিটি নিজেদের নতুন অধিনায়কের নাম জানায়।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের জন্য শুভমন গিলকে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব দেয়া হয়েছে।


কখনো কোনো দলকে আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই গিলের। ২৪ বছর বয়সী এই ওপেনারের নেতৃত্বে অভিষেক হবে ২০২৪ আসরে। এর আগে ২০২২ সালে গুজরাটের সঙ্গে চুক্তি করেন গিল। গত দুই আসরে দলটির সেরা পারফর্মারদের একজন ছিলেন তিনি।


গিলের নেতৃত্বের খবর নিশ্চিত করে গুজরাটের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেন, ‘শুধু ব্যাট হাতেই নয়, তাকে আমরা নেতৃত্বের দিক থেকেও পরিণত হতে দেখেছি। মাঠের ভেতরে তার অবদান গুজরাট টাইটান্সকে অদম্য শক্তিতে পরিণত করতে ভূমিকা রেখেছে।’


এই বিষয়ে শুভমান গিল বলেন, ‘গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। এমন একটি দুর্দান্ত দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমার উপর আস্থা রাখার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাই। আমাদের দুটি ব্যতিক্রমী মৌসুম ছিল এবং উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলার মাধ্যমে আমি আমাদের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com