লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৩৫
লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেকদিন পর দেখা গেল রিয়াল মাদ্রিদের চেনা ফুটবলের পসরা। দলীয় নৈপুণ্যে পুরোটা সময় মাঠে দাপিয়ে বেড়ালো কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচজুড়ে দুর্দান্ত খেললেন রদ্রিগো। নিজের জাত আরেকবার চেনালেন জুড বেলিংহ্যাম। তাতে কাদিসকে ৯-০ গোলে উড়িয়ে আবারও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ।


বাংলাদেশ সময় রবিবার (২৬ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে যেতে থাকে রিয়াল। প্রথম তিন মিনিটেই দুটি শট লক্ষ্যে রাখে মাদ্রিদের দলটি। তবে কাদিস গোলরক্ষক হেরেমিয়াস লেদেসমা তা ঠেকিয়ে দেন। তারপরও আক্রমণের ধারা বজায় রেখে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে রিয়াল।


একের পর এক আক্রমণের ফল রিয়াল পায় ম্যাচের ১৪তম মিনিটে। ডি বক্সে বল পেয়ে জায়গার অভাব শট নিতে পারছিলেন না রদ্রিগো। শেষমেশ বুদ্ধি খাটিয়ে কাদিসের কয়েকজন খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে ডি বক্সের মাথা থেকে ডান দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।


৩৮তম মিনিটে বেলিংহ্যামের হেড ক্রসবারের উপর দিয়ে যায়। পরের মিনিটেই ভালো একটা সু্যোগ পেয়েছিল কাদিস। তবে দুর্দান্ত সেভে কাদিসকে হতাশ করেন আন্দ্রি লুনিন। ডি বক্সের বাইরে থেকে রজার মার্তির নেওয়া বুলেট গতির শট রুখে রিয়ালের জাল অক্ষত রাখেন তিনি। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।


দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পেয়েছিল রিয়াল। গোলরক্ষককে একা পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি রদ্রিগো। এমনকি পাশে থাকা হোসেলুর দিকেও বল বাড়াননি। নয়তো হোসেলু টোকা দিলেই স্কোরলাইন ২-০ হয়ে যেতো। ৬৩ মিনিটে লুকা মদ্রিচের শট লাগে পোস্টে।


৬৪ মিনিটে আবারও দৃশ্যপটে রদ্রিগো। প্রতি-আক্রমণে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দুই জনকে এড়িয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি। চলতি আসরে এটা তার পঞ্চম গোল।


ম্যাচের ৭৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন বেলিংহ্যাম। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে বা পায়ের আড়াআড়ি শটে চলতি মৌসুমে লিগের ১১তম গোলটি করেন ইংলিশ তারকা। যোগ করা সময়ে কাদিসের আরেকটি শট ঠেকিয়ে জাল অক্ষত রেখে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন লুনিন।


এই জয়ে ১৪ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে যাওয়া জিরোনার সামনে সুযোগ আছে চূড়ায় ফেরার। আজ রাতে বিলবাওর মুখোমুখি হবে তারা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com